সুরের সফরে নব রবিকিরণ

সুরের সফরে নব রবিকিরণ

পিনাকী চৌধুরী : শুধুমাত্র কলকাতা নয়, বরং সারা পশ্চিমবঙ্গ জুড়েই ছড়িয়ে রয়েছে সঙ্গীতের সুপ্ত প্রতিভা। আর সেইসব অপ্রকাশিত প্রতিভাদের মেলে ধরতে নব রবিকিরণ সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘ গানের ভিতর দিয়ে ‘ শীর্ষক এই সঙ্গীত প্রতিযোগিতা এইবছর তৃতীয় বর্ষে পদার্পণ করছে । সেই উপলক্ষে গত ২০ জানুয়ারি নালন্দা ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। নব রবি কিরণের কর্ণধার শ্রী অরিজিৎ মিত্র বলেন ” নব রবি কিরণ সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক। আসলে রবীন্দ্রনাথকে নিয়েই আমাদের পথ পরিক্রমা। গ্রামে গঞ্জে অসংখ্য সুপ্ত প্রতিভা লুকিয়ে রয়েছে। তাদের তুলে ধরবার এই প্রয়াস ।” মোট তিনটি বিভাগে এই প্রতিযোগিতা চলবে। উন্মেষ বিভাগ ( ১০ বছর থেকে ১৪ বছর ) , বিকাশ বিভাগ ( ১৫ বছর থেকে ১৮ বছর )এবং ঐশ্বর্য বিভাগ ( ১৯ বছর ও তার ঊর্ধ্বে ) । কিন্তু কি পুরস্কার থাকবে এই প্রতিযোগিতায় ? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অরিজিৎ মিত্র জানান ” প্রথম পুরস্কার ১২,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৮,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে ৫,০০০ টাকা ! এছাড়াও প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের নব রবি কিরণের ইউ টিউব চ্যানেলে একটি করে মিউজিক ভিডিও করবার এবং নব নালন্দার রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানে গান পরিবেশন করবার সুযোগ ।” সত্যি, এ যেন সোনায় সোহাগা ! অন লাইনে আবেদন পত্র পূরণের জন্য এবং প্রতিযোগিতা সম্পর্কে জানতে লগ অন করা যাচ্ছে www.nrkevents.com এ ।

এছাড়াও অফ লাইনে প্রবেশ পত্র পাওয়া যাচ্ছে নালন্দা ভবনে ( ২৫ সাদার্ন অ্যাভেনিউ, কলকাতা -২৬ ) । এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয় । মঞ্চে তখন যেন চাঁদের হাট ! বিশিষ্ট সঙ্গীত শিল্পী সমাবেশ। অপালা বসু সেন বলেন ” নব রবি কিরণের এই প্রয়াস তৃতীয় বর্ষে পদার্পণ করছে। নব রবি কিরণ সুন্দর ভাবে সমগ্র প্রক্রিয়া সম্পন্ন করে ।” প্রবুদ্ধ রাহা বলেন ” সঠিক ও শুদ্ধ সঙ্গীত কে এগিয়ে নিয়ে যাওয়াই আসল কাজ !” অ্যারিনা মুখার্জি এবং শীর্ষ রায় ‘ গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি ” সঙ্গীত পরিবেশন করেন। সিসপিয়া ব্যানার্জির কন্ঠে ‘ একি লাবণ্য পূর্ণ প্রাণে ‘ গানটি শুনতে বেশ লাগে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত বলেন ” এই প্রতিযোগিতায় বিচারকরা খুবই নিষ্ঠা সহকারে সঠিকভাবে বিচার করেন। নব রবি কিরণ খুব ভাল কাজ করছে ।”

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )