সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের ৯০ তম জন্মদিন পালন

সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের ৯০ তম জন্মদিন পালন

নিউজ ডেস্ক : ৮ই সেপ্টেম্বর সোদপুরের লোকসংস্কৃতি ভবনে সিম্ফনী মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে বিখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের ৯০ তম জন্মদিন পালনে ও প্রয়াত কিংবদন্তী সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে এক সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হল ৷ সুর সম্রাজ্ঞী শিল্পীদের শ্রদ্ধা জানাতে তাদেরই কালজয়ী গানে শিল্পীরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ৷ সিমফোনী মিউজিকাল ট্রুপের কর্ণধার দিব্যেন্দু রায়চৌধুরী ও সংগীতশিল্পী জয়শ্রী দাসের উদ্যোগে আয়োজিত এই সন্ধ্যায় প্রায় ১০ জন কণ্ঠশিল্পীরা মঞ্চ থেকে গানে সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধার্ঘ্য জানান৷ মঞ্চ থেকে যারা কন্ঠে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন তাদের মধ্যে সংগীতশিল্পী দিব্যেন্দু রায় চৌধুরী জয়শ্রী দাস ,রুমা বাগচি, নিশা ,রীতা, শুভঙ্কর, শেলীসহ অন্যান্যরা ৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌমালি রায়চৌধুরী ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )