নৃত্যাঙ্গন ডান্স একাডেমির বার্ষিকি অনুষ্ঠান

নৃত্যাঙ্গন ডান্স একাডেমির বার্ষিকি অনুষ্ঠান

সন্দীপন মান্না : ১১ই জানুয়ারি কলকাতার রবীন্দ্র সদনে নৃত্যাঙ্গন ডান্স একাডেমির চতুর্থ তম সংস্কৃতিক বার্ষিকি অনুষ্ঠান অনুষ্ঠিত হল ৷জগন্নাথ দেব কে স্মরণে শুভারম্ভ হয় এই অনুষ্ঠানের ৷ ১৯ বছর ধরে পথ চলা বাঘা যতীনের নৃত্যাঙ্গন ডান্স একাডেমী ৷ এই অনুষ্ঠানে প্রায় ৪২ জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ৷এদিন মঞ্চে নৃত্যাঙ্গনের অধ্যক্ষ ওডিসি নৃত্যশিল্পী জয়িতা সাহা ও অন্যান্য ছাত্রছাত্রীরা শাস্ত্রীয় নৃত্য ওডিসির বিভিন্ন আইটেম উপস্থাপনা করেন ৷ এছাড়াও থাকে ডান্স ড্রামা তাসের দেশ ওকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে ঋতুরঙ্গ | অনুষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে বিশেষ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী পলি গুহ, স্বপন মিত্র , মৃনাল কান্তি হাইত সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )