
NEET পরীক্ষা 2024 এর রেজাল্টে অসঙ্গতির প্রশ্ন ?
সন্দীপন মান্না : ১৩ ই জুন কলকাতা প্রেসক্লাবে NEET এর মত গুরুত্ব পূর্ণ পরীক্ষা নিট 2024 এর প্রকাশিত ফল নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিক বৈঠক করলেন ডঃ কুনাল সরকার ও ডঃ অর্কদীপ বিশ্বাস | এদিন তাদের বক্তব্যে এটাই উঠে আসে যে NEET 2024 এর ফলাফলের পর যোগ্য হবু ডাক্তারদের ভবিষ্যৎ কোথায় ? এটা যেমন প্রশ্ন তেমনই একসাথে এত জন কি করে প্রথম স্থানের অধিকারী হয় , আবার যে নাম্বরে গত বার ২০ হাজার র্যাঙ্ক ছিল সেটা ৭০ হাজার র্যাঙ্ক কি করে সম্ভব |

শুধু তাই নয় NEET এর প্রশ্ন ফাঁস , বা অনন্যা বিষয় নিয়ে অভিযোগ কে গুরুত্ব দিয়ে তার যথাযত পদক্ষেপ গ্রহণে যোগ্য ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানানো হয় এই বৈঠকে উপস্থিত ডাক্তার ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে |

CATEGORIES শিক্ষা