
‘ CETA’ এর ফাউন্ডেশন ডে উদযাপন
নিউজ ডেস্ক : ১৮ ই সেপ্টেম্বর দি ক্যালকাটা ইলেকট্রিক ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডেশন ডে পালিত হল কলকাতার ইজারা স্ট্রীটের সিটা হলে ৷ সিটা এরপক্ষ থেকে তাদের ৮৫ তম ফাউন্ডেশন ডে সেলিব্রেট হল সামাজিক দায়বদ্ধতায় রক্তদান শিবির ও পথচারীদের অন্ন সেবার মধ্য দিয়ে ৷ এদিন প্রায় ১০০ জন নারী – পুরুষ স্বেচ্ছায় রক্তদান করে ও প্রায় ৩০০ এর বেশি পথচারীদের অন্ন সেবা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে দেখতে পাওয়া গেল কাউন্সিলর রেহানা খাতুন , কাউন্সিলর সন্তোষ কুমার পাঠক, যোগ সিং পুরোহিত সহ অন্যান্যদের ৷

এছাডাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট উমা কান্ত আগারওয়াল , সেক্রেটারি জিতেন্দ্র সুরানা, কনভেনার চন্দ্রেশ মেঘানি , ট্রেজারার আকাশ সিং, অরবিন্দ বাগমার , অরবিন্দ ডাগা , অবিনাশ বর্মা, অলক কুমার সিং, গৌতম বেগানি, অরুন কোঠারি, মেউল মেঘানি সহ অন্যান্যরা ৷
