Al এডুকেশন আগামী তে কি পথ দেখাবে সেই আলোচনায় টেকনো ইন্ডিয়া ইউনির্ভাসিটির ছাত্র ছাত্রীদের সাথে বিশিষ্ট্য ব্যক্তিত্বরা

সন্দীপন মান্না : ১৪ সেপ্টেম্বর টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানের সল্টলেক শাখার সভাগৃহে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ Al নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল | যেখানে চর্চার বিষয় ছিল নো Al এডুকেশন নো জবস ইন দা ফিউচার | এই দিন আলোচনা সভা থেকে Al এর গুরুত্ব আগামী দিনে কতটা বা মানব জীবনে এর প্রভাব কিভাবে পড়বে সেই সমস্ত বিষয় আলোচিত হওয়ার সাথে আগামী দিনে টেকনোলজি যেভাবে দ্রুততর তার পরিধি বাড়াচ্ছে সেখানে Al যে পরবর্তী সময়ে টেকনোলজি ওয়ার্ল্ডে একটা বৃহত্তর আকারে জায়গা নিতে চলেছে তা যেমন আলোচিত হয় সেই সাথে Al এডুকেশন এর প্রয়োজনীয়তা ও তার গুরুত্ব কতটা সেই দিকটি আলোকপাত করা হয় আলোচনা সভায় |

উক্ত সভায় বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ ও ইউনিভার্সিটির কো – চেয়ারম্যান মানসী রায় চৌধুরী , এক্সিকিউটিভ ডিরেক্টর মেঘদূত রায় চৌধুরী , ভায়েস চ্যান্সেলার সমীরণ চট্টোপাধ্যায় , টেকনো ইন্ডিয়া গ্রুপ ও ইউনিভার্সিটির ডিরেক্টর ও সিইও প্রফেসর ডঃ সুজয় বিশ্বাস | ফরমার IAS দেবাশীষ সেন , কৌশিক হালদার , অমৃতা দত্ত , সহ কলেজের ছাত্র ছাত্রীরা |,.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )