‘A CUP OF চা WITH ARRUNIMAA’ এর ১০০ তম এপিসোড পুরনের পথে

‘A CUP OF চা WITH ARRUNIMAA’ এর ১০০ তম এপিসোড পুরনের পথে

দেবশ্রী মুখার্জী : DIGIMAX CREATION ফিল্ম প্রোডাকশন এমন একটি প্রোডাকশন হাউস যার কর্নধার প্রযোজক, পরিচালক ও অভিনেত্রী অরুনিমা দে ইতিমধ্যেই বড়পর্দায় ছায়াছবি , মিউজিক অ্যালবাম ইত্যাদি রিলিজ করেছেন ৷ বর্তমানে ডিজিট্যাল প্ল্যাটফর্মের চাহিদা বৃদ্ধিতে তিনি DIGIMAX CREATION ফিল্ম প্রোডাকশনের ডিজিট্যাল প্ল্যাটফর্মে প্রায় দেড় বছর আগে একটি মোটিভেশনাল টক শো ‘ ‘A CUP OF চা ☕️WITH ARRUNIMAA ‘ শুরু করেন ৷

যেখানে বহু স্বনামধন্য ব্যক্তিত্বরা গেস্ট স্পিকার হয়ে এসেছেন ৷ যাদের মধ্যে উল্লেখ যোগ্য – লিলি চক্রবর্ত্তী , শকুন্তলা বরুয়া , বিপ্লব চর্টোপাধ্যায়, বিউটিশিয়ান কেয়া শেঠ সহ আরো অনেকে ৷ বর্তমানে এই শো অত্যন্ত জনপ্রিয় ও তা প্রায় ১০০ তম এপিসোড পুরন করতে চলেছে শিঘ্রই ।৫ই ডিসেম্বর তারই স্টুডিও তে এই শো এর কিছু এপিসোডের শুটিং হল । যেখানে গেস্ট স্পিকার ছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র ও অভিনেত্রী মৌবনী সরকার |

শো এর পরিচালনা ও সঞ্চালনার দ্বায়িত্বে থেকে অরুনিমা নিজে জনান , এই শো এর মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের জীবন সংগ্রাম ও সফলতার যে দিকটি তুলে ধরেন তাতে নতুন প্রজন্ম অবশ্যই উপকৃত হবে তাদের নিজ নিজ ক্ষেত্রে সমাজে প্রতিষ্ঠিত হতে এমনটাই আশা করেন ও আগামী তে হাজার এপিসোড করার ও ইচ্ছা প্রকাশ করেন ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )