
১৯ শে জানুয়ারি শুরু হচ্ছে খিদিরপুর উৎসব 2025
দেবশ্রী মুখার্জী : ১৬ ই জানুয়ারি কলকতা প্রেসক্লাবে ১৯ তারিখ শুরু হতে যাওয়া খিদিরপুর উৎসবের প্রাক্কালে সাংবাদিক বৈঠক করলেন খিদিরপুর উৎসব কমিটির জেনারেল সেক্রেটারি ও সাউথ কলকাতা ডিস্ট্রিক তৃণমূল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাজেশ কুমার সাউ, মকসুক খান, অত্তধেশ চৌধুরী সহ অন্যান্যরা | এই উৎসবের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম | এছাড়াও উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা | এদিন আরো জানানো হয় এই উৎসব অনুষ্ঠিত হবে একগুচ্ছ সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে | যেমন স্বাস্থ্য শিবির , চক্ষু পরীক্ষা শিবির , রক্তদান উৎসব , সিট এন্ড ড্র কম্পিটিশন , হুইলচেয়ার বিতরণ , ছোটদের পড়াশুনার সামগ্রী বিতরন , কালচারাল প্রোগ্রাম ইত্যাদি আরও অনেক ধরনের সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন থাকছে |

CATEGORIES সোস্যাল