স্বাস্থ্য শিবির আয়োজিত হল ট্রাফ্ট ক্লাব পঞ্চায়েত সমিতির উদ্যোগে

স্বাস্থ্য শিবির আয়োজিত হল ট্রাফ্ট ক্লাব পঞ্চায়েত সমিতির উদ্যোগে


<b>নিউজ ডেস্ক: </b> ভবানী পুরের ট্রাফ্ট রোডে ২৭ শে আগস্ট ট্রাফ্ট ক্লাব পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় ৷ ঐ দিন ক্লাবের চেয়ারম্যান বাবলু সিং , ক্লাবের প্রেসিডেন্ট সহদেও রায় , সেক্রেটারী সূর্যদীপ বর্মন ও অন্যান্য সদস্য বৃন্দের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে এলাকাবাসীদের চক্ষু পরীক্ষা , চশমা প্রদান , জোনারেল হেলথ্ চেক আপ ও ঔষধ প্রদান , হোমিও প্যাথি ঔষধ প্রদান , ইসিজি টেস্ট, সুগার টেস্ট ইত্যাদি বিবিধ পরিষেবা দেওয়া হয় ৷ এছাড়াও ঐ দিন রক্তের চাহিদা মেটাতে বহু মানুষ স্বেচ্ছায় রক্ত দান করে ৷

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন এম এম আই সি দেবাশিষ কুমার, এম এম আই সি সন্দীপ রঞ্জন বক্সী , রাজ্য তৃনমূল জয়হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট কার্তিক ব্যানার্জী , কাউন্সিলার অসীম বোস , প্রবীর মুখার্জী , পৌরমাতা পাপিয়া সিং , তৃনমূল নেতা দুলাল সেন , তৃনমূল যুবনেতা সায়ন দেব চট্টোপাধ্যায় , সমাজসেবী চন্দ্রেশ মেঘানি সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )