
সামাজিক দায়বদ্ধতায় অনুষ্ঠিত হল ‘আমি অনুওমা ‘
দেবশ্রী মুখার্জী : ১লা অক্টোবর কলকাতার এক রেস্তোরায় অনুষ্ঠিত হল ‘আমি অনুওমা’ ৷ সমাজ সচেতনতা মূলক কর্মে সর্বদা উদ্যোগী সামাজিক সংস্থা রোটারি ক্লাব অফ ক্যালকাটা চারনকসিটির সদস্যদের দ্বারা আয়োজিত ‘আমি অনুত্তমা’ ফান্ড রেজিং বিউটি কনটেস্ট শো তে শারীরিক ও মানসিক বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে পথ চলার সংস্থা ‘প্রথম পদক্ষেপ ওয়েলফেয়ার সোসাইটি’ কে এদিন মঞ্চ থেকে সাহায্য করা হয় ও তাদের বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের নিয়ে একটি বিশেষ র্যাম্প ওয়াকের আয়োজন করা হয় ৷


এদিন বিউটি কনটেস্টে মিস, মিসেস ও রোটারিয়ান এই তিন বিভাগে বিভিন্ন বয়সী ও সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে যেমন- ডাক্তার, ইঞ্জিনিয়ার ,বিজনেস ওমেন, উকিল, শিক্ষিকা, প্রভৃতি প্রফেশন থেকে আসা সফল মহিলাদের অংশ নিতে দেখা যায় ৷ এদিন জুড়িতে ছিলেন মিউজিক ডিরেক্টর অভিষেক বসু,কত্থক নৃত্যশিল্পী তান্নি চৌধুরী , কর্পোরেট ওমেন ও মডেল কাহিনী ভট্টাচার্য, রোটারিয়ান ফাস্ট লেডি রুবেনা চ্যাটার্জি ৷ এছাড়াও অনুষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন শো স্টপার স্পেশাল চাইল্ড অ্যালিস উইলিয়াম , নিশা দেশাই, অপ্সরা গুহ ঠাকুরতা ,বিশ্বজিৎ চক্রবর্তী, রোটারিয়ান সুরজিৎ কালা,নাসিরুদ্দিন আহমেদ, অনিমেষ দাস, রাজীব সেনগুপ্ত সহ অন্যান্যরা ৷ এদিন সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন রিমা চক্রবর্ত্তী ও মৌতৃষা চক্রবর্ত্তী ৷


