
সম্মিলিত নিমতলা আদি ক্লাবের উদ্বোধনে মন্ত্রী শশী পাঁজা
দেবশ্রী মুখার্জী : ১০ ই নভেম্বর কলকাতার নিমতলা স্ট্রীটের ৯০ তম বর্ষের সম্মিলিত নিমতলা আদি সার্বজনীন কালী পূজোর শুভ উদ্বোধন করলেন রাজ্যের মান্ত্রী ডঃ শশী পাঁজা , বেঙ্গল অলিম্পিকের সভাপতি ও পূজো কমিটির সভাপতি বাবুন ব্যানার্জী |

এছাড়াও এদিন উপস্থিত ছিলেন কাউসিলার তারকনাথ চ্যাটার্জী , পৌরমাতা মীরা হাজরা , পূজো কমিটির সেক্রেটারী নীতিন কুমার সাহা , পূজোর চিফ্ অরগানাইজার দীপক পালিত , শিল্পী সৌম্য লাহা ও পূজো কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা ৷ পরিবেশের রক্ষার্থের বার্তায় তাদের এবারের পূজোর থিম ‘ আমরা অঙ্গীকারবদ্ধ পরিবেশ বাঁচানোর ‘ |



CATEGORIES সোস্যাল