সমরপন ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘ সংগোষ্ঠী ‘

সমরপন ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘ সংগোষ্ঠী ‘

সন্দীপন মান্না : ২১ শে সেপ্টেম্বর শোভাবাজার সমরপন ট্রাস্টের সভাগৃহে অনুষ্ঠিত হল এক বৈঠক | সমাজে শিক্ষা , সাহিত্য , ধর্ম ও আধ্যাত্মিকতা বিস্তারে কাজ করে যাওয়া সামাজিক সংস্থা সমর্পণ ট্রাস্ট এর পক্ষে থেকে আগামী ২৪ শে সেপ্টেম্বর কলকাতার আই সি সি আরে দেশ বিন্যাসে হিন্দি ভাষার উত্থান ও প্রয়োজনীয়তা বিষয়ে এক রাষ্ট্রীয় সেমিনার ও বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান প্রদানের অনুষ্ঠান ‘ সংগোষ্ঠীর ‘ আয়োজন করা হয়েছে | উক্ত অনুষ্ঠানে হিন্দি ভাষার সাথে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্ব সংবর্ধনা দেওয়া হবে এমনটাই জানানো হয় সংস্থার পক্ষ থেকে আয়োজিত এই দিনের আলোচনা সভায় | এরসাথে এও জানানো হয় উক্ত অনুষ্ঠানে আজীবন উপলব্ধি সম্মান , সাহিত্য সেবা সম্মান , রাজ ভাষা সেবা সম্মান , সমর্পন পত্রকার সম্মান ইত্যাদি বিবিধ বিভাগে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান প্রদান করা হবে | এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাস্টের জন সম্পর্ক আধিকারিক অভ্যুদয় দুগ্গর , জেনারেল সেক্রেটারি প্রদীপ দেরিয়া , অ্যাডভাইজার জয় প্রকাশ মিশ্র সহ কনভেনের রাজেশ সিংহানিয়া , পঙ্কজ আগরওয়াল , অশোক দেরিয়া , অমন দেরিয়া , আনন্দ দেরিয়া সহ অন্যান্যরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )