
শ্যামা সম্মান 2024 সেরা পূজো
দেবশ্রী মুখার্জী : তৃতীয়নয়ন পত্রিকা আয়োজিত ও মিডিয়া পার্টনার 24 x 7 News Bengal এর সহযোগিতায় শ্যামা-সম্মান 2024 এর ‘সেরা ভাবনা ‘ এই সম্মানে ভূষিত ভবানীপুরের বেনীনন্দন স্ট্রীটের নীতি সংঘের পুজো এবারে তাদের ভাবনা ‘সুরে গাথা মাটি ‘ বাংলার কুটির শিল্পে প্রাধান্যে গামছা দিয়ে তৈরি হয় এই মন্ডপ |


শ্যামা সম্মান ২০২৪ শে ‘সেরা মন্ডপ সজ্জা ‘এই সম্মান ভূষিত হয় ‘কৃষ্ণপুর শীবকালী স্পোর্টিং ক্লাব ‘ এর পুজো এবারে তাদের ভাবনা ছিল ‘ স্বর্গের দার ‘ |

‘শ্যামা সম্মান 2024 ‘ এবারে ‘সেরা প্রতিমা ‘ এই শিরোপা জিতে নিল দক্ষিণ দমদম যুগীপাড়া বালক সংঘের পুজো এবারে তাদের ভাবনা ছিল ‘শুন্য’ |

‘শ্যামা সম্মান ২০২৪ ‘ এ বার ‘সেরা থিম ‘ এই সম্মান জিতে নিল দক্ষিণ দমদম ‘খামখেয়ালী সংঘ ‘ এর শ্যামা পুজো | এবারে তাদের থিম ছিল ইন্টারনেটের যুগে হারিয়ে যাওয়া বাংলার ‘ডাকঘর’ |

এবারে শ্যামা সম্মান ২০২৪ এর ‘সেরা পাড়ার পুজো ‘ এই সম্মান ছিনিয়ে নিল কলেজ স্কয়ারের রামকান্ত মিস্ত্রি লেন জনতা সংঘ অধিবাসীবৃন্দের পুজো |

শ্যামা সম্মান ২০২৪ এর সেরা পরিবেশ সন্মানে ভূষিত হল দমদমের আমবাগান ইউথ অ্যাসোসিয়েশনের পুজো |

শ্যামা সম্মান 2024 এ ‘বরানগরের সেরার সেরা পূজো ‘ সম্মানে এ বছর ভূষিত হলো ‘আলমবাজার মহাভারত বালক সংঘ ‘ এর শ্যামা পূজো |


