শুরু হল বাঁকুড়া জেলার বই মেলা

শুরু হল বাঁকুড়া জেলার বই মেলা

সংবাদ দাতা:- ৩৯ তম বাঁকুড়া জেলার বইমেলার হল শুভ আরম্ভ যা চলবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত। বই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। বাঁকুড়া জেলার আবেগের এই বইমেলা উত্‍সর্গ করা হয়েছে প্রাচীন পূঁথি অবলম্বনে অষ্ট কান্ডে সম্পুর্ণ জগদ্রামী রামপ্রসাদী রামায়ন রচয়িতা তথা বাঁকুড়া জেলার সাধক কবি জগদ্রাম রায় এর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ।উদ্বোধনী অনুষ্ঠানের আগে বাঁকুড়া জেলা গ্রন্থাগার থেকে “বই এর জন্য হাঁটুন” এক পদযাত্রা হয়। এই পদযাত্রায় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এর পরেই খ্রিস্টান কলেজ ময়দানে আনুষ্ঠানিক ভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় বই মেলার ৷এবারের বইমেলায় ৮৫ টি প্রকাশক ও পুস্তক বিক্রেতা হাজির হয়েছেন। এর মধ্যে থাকতে বেশ কয়েকটি নামিদামি প্রকাশনী। পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিভিন্ন প্রকারের পুস্তকের ভান্ডার এবার পাঠকরা দেখতে পাবে বই মেলায়। এর পাশাপাশি এবার থাকছে সাঁওতালি বই এর সম্ভার। অন্যদিকে জেলার ক্ষুদ্র পত্র পত্রিকার জন্য রাখা হয়েছে একটি পৃথক স্টল।এবারের বই মেলার সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হয়েছে সাধক কবি জগদ্রাম রায় মঞ্চ। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে থাকছে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান।এবার বই মেলার আনুমানিক বাজেট ধরা হয়েছে প্রায় ১১ লক্ষ টাকার কাছাকাছি।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )