শুরু হল টেকনো মেন সল্টলেকে কলকাতার লার্জেস্ট টেকনিক্যাল ফেস্ট 2024
শুরু হল টেকনো মেন সল্টলেকে কলকাতার লার্জেস্ট টেকনিক্যাল ফেস্ট 2024
সন্দীপন মান্না : ৪ ঠা এপ্রিল কলকাতার টেকনো মেন সল্টলেক ক্যাম্পাসে মহা আরম্বরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ১৮ তম টেকনিক্যাল ফেস্ট ‘এজ 2024 ‘ | সল্টলেকের এই ইঞ্জিনিয়ারিং কলেজের টেকনিক্যাল ক্লাব ‘ডিকোনিক্স ‘ এর পক্ষ থেকে আয়োজিত এই ফেস্ট কলকাতার মধ্যে লার্জেস্ট ও ইস্ট ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট টেকনিক্যাল ফেস্ট |

৪ঠা এপ্রিল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত | তিন দিন ধরে চলা পোগ্রামে শুধু দেশের নয় দেশের বাইরেও বিভিন্ন আই আই টি ও ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে অনুষ্ঠিত হওয়া রোবটিক্স ,কোডিং ,বিভিন্ন গেমস ,ডিবেট ইত্যাদি বিবিধ টেকনিক্যাল কম্পিটিশনে অংশগ্রহণ করবে |

এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন মানসী রায় চৌধুরী ,টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ও টেকনো ইন্ডিয়া গ্রুপের ডায়রেক্টর ও CEO প্রফেসর- ডঃ সুজয় বিশ্বাস , কলেজের প্রিন্সিপাল দীপঙ্কর ভট্টাচার্য্য, আই এ এস দেবাশীষ সেন, আই পি এস কল্যাণ মুখার্জি, আর জে অরবিন্দ সহ অন্যান্যরা | অনুষ্ঠানটির কনভেনার ছিলেন ডঃ শুভমিতা মুখার্জি।

