শুরু হচ্ছে চাম্পাহাটীতে স্বাস্থ্যমেলা

শুরু হচ্ছে চাম্পাহাটীতে স্বাস্থ্যমেলা

সন্দীপন মান্না : চাম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ ২ রা ডিসেম্বর এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল কলকাতা প্রেসক্লাবে | এদিনের বৈঠক থেকে জানানো হয় আগামী ১২ই ডিসেম্বর থেকে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা অগ্রণী সংঘ প্রাঙ্গন চম্পাহাটী তে | যেখানে থাকছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা , চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন , বিভিন্ন ডাক্তারদের উপস্থিতিতে বিভিন্ন শারীরিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা |

এছাড়াও ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং Al বেস ইত্যাদি বিবিধ পরিষেবা মানুষ পাবে এই স্বাস্থ্য মেলা থেকে সম্পূর্ণ বিনামূল্যে | এর সাথে থাকবে বিভিন্ন নামীদামী শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান এমনটাই জানিয়ে বক্তব্য রাখলেন সংস্থার ডাইরেক্টর প্রসেনজিৎ মিস্ত্রি , ডক্টর অজয় কুমার চক্রবর্তী , শেখ জসিমুদ্দিন মন্ডল, সমীর কুমার দাস , ডক্টর শুভদীপ চক্রবর্তী , খেলোয়াড় অমিত ভদ্র , সুরকার অশোক ভদ্র সহ অন্যান্যরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )