শান্তিনিকেতনের সোনা ঝুড়ি হাট এবার দক্ষিণেশ্বরে

শান্তিনিকেতনের সোনা ঝুড়ি হাট এবার দক্ষিণেশ্বরে

দেবশ্রী মুখার্জী : আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা তার পরেই পূজো ৷ দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দূর্গা পূজা ও কালী পূজা কমিটির পূজো এবার ৭৫ তম বর্ষে পদার্পন করতে চলেছে ৷ সেই পূজোর আমেজ কে বাড়িয়ে তুলতেই ২২ শে সেপ্টেম্বর থেকে ২৪ শে সেপ্টেম্বর পর্যন্ত পূজো কমিটির উদ্যোগে ক্ষয় হাট ডট কম ও আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেঁশেলের সহযোগীতায় আয়োজিত হল তিনদিন ব্যাপী এক্সিবিশন ও খাদ্য মেলা ৷

এক্সিবিশনে নজর কারল বোলপুরের সোনা ঝুড়ি হাটের শিল্পীদের দেওয়া স্টলে কাঁথাস্টীচের শাড়ি, জামা , বিভিন্ন পটারি ওয়ার্ক , টেরাকোটার কাজ ইত্যাদি ৷ এর সাথে খাদ্য মেলায় মিষ্টি থেকে কাবাব প্রায় সবই ধরনের খাবার রইল খাদ্য রসিকদের জন্য ৷ এক্সিবিশনের প্রথম দিন উপস্থিত ছিলেন CIC অরিন্দম ভৌমিক , ক্লাবের সদস্য অর্ঘ্য চক্রবর্ত্তী , দীনবন্ধু সাহা সহ অন্যান্য সদস্যবৃন্দরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )