
লাওন্স ক্লাবের উদ্যোগে শিশুমনের বিকাশে ড্রইং কমপিটিশন
দেবশ্রী মুখার্জী : লাওন্স ক্লাব অফ কলকাতা আকাঙ্খা 322B 1 এর পক্ষ থেকে ও এর প্রেসিডেন্ট নিশা লড্ডার উদ্যোগে কলকাতার মহেশ্বরী বালিকা বিদ্যালয় , আদর্শ হিন্দি বিদ্যালয় , দক্ষিণ কলকাতা আদর্শ বিদ্যালয় ও বেহলা গার্লস হাই স্কুলের মোট ২৫০ জন ছাত্র ছাত্রীদের নিয়ে ‘ শান্তির পোস্টার ‘ ড্রইং কমপিটিশন আয়োজিত হয় ৷


এরই ‘জাজমেন্ট ডে ‘ অনুষ্ঠিত হল ৫ই নভেম্বর কলকাতার গান্ধি বিদ্যালয়ে ৷ এদিন উপস্থিত ছিলেন লাওন্স ক্লাব অফ কলকাতা আকাঙ্খার প্রেসিডেন্ট নিসা লড্ডা , বিচারক বিজয় ঝুনঝুনওয়ালা , ট্রফি স্পনসারার মধু বালা সরিয়া , GMT সরিতা নাহাটা , ডিসট্রিক GST আশোক জেয়সওয়াল , ডিসট্রিক GMT সঞ্জয় লাড্ডা , জোনাল চেয়ার পারসন কৃষনন্ রাজ গুপ্তা , উমা ঝুনঝুন ওয়ালা সহ অন্যানরা ৷


CATEGORIES সোস্যাল