
যুগলবন্দী একাডেমির সাংস্কৃতিক সন্ধ্যা
দেবশ্রী মুখার্জী : ১৫ই ডিসেম্বর কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিযামে শীতকে বরনে যুগলবন্দী একাডেমীর পক্ষ থেকে অনুষ্ঠিত হল নিসর্গসন্দশন | প্রায় দেড় বছর আগে সংগীতশিল্পী ডঃ অশোক রায় ও নৃত্যশিল্পী মিতালী প্রামাণিকের যৌথ প্রচেষ্টায় শুরু হওয়ায় এই যুগলবন্দী সাংস্কৃতিক একাডেমিতে নাচ ,গান ও আঁকা ইত্যাদি শেখানো হয় ৷

শহরে শীত পরতে না পরতেই তাকে বরণ করে নিতে এই একাডেমির ৪৫ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে নাচে ,গানে অনুষ্ঠিত হলো এই সন্ধ্যা ৷ এদের মঞ্চে যুগলবন্দীর কর্ণধার কণ্ঠশিল্পী ডঃ অশোক রায় ও নৃত্যশিল্পী মিতালী প্রামাণিক ছাত্র-ছাত্রীদের সাথে সঙ্গীত ও নৃত্য পরিবেশনে অংশ নেন ৷ ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন তালবাধ্য শিল্পী মল্লার ঘোষ, বাচিক শিল্পী মল্লিকা ঘোষ,দেশ পত্রিকার প্রাক্তন সম্পাদক সাহিত্যিক হর্ষ দত্ত ও প্রদীপ শীল সহ অন্যান্যরা ৷

