মাইক্রো ফাইন্যান্স নিয়ে সচতনতা বৃদ্ধিতে”বঙ্গনিধি” সংস্থা

মাইক্রো ফাইন্যান্স নিয়ে সচতনতা বৃদ্ধিতে”বঙ্গনিধি” সংস্থা

দেবশ্রী মুখার্জী : ২৩ শে সেপ্টেম্বর কলকাতা প্রেসক্লাবে ‘বঙ্গনিধি ‘ নন প্রফিট সংস্থা যার পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক আয়োজিত হল ৷ তাদের লক্ষ্য অর্থনৈতিক প্রতারণার হাত থেকে সাধারণ মানুষ কে সচেতন করা। বঙ্গনিধি বিভিন্ন রকম অন লাইন, স্ক্যান, চিটফান্ড–র সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চায়, যাতে সমাজ সাবধান ও নিরাপদ থাকতে পারে । বঙ্গনিধি অ্যাসোসিয়েশন ক্রিপ্টো কারেন্সি শেয়ার বাজারের সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য অগ্রণী ভূমিকা নিয়েছে। অসাধু উপায় অবলম্বন করে বিজনেস থেকে হওয়া ক্ষতি থেকে সাধারণ মানুষকে বাঁচানোর লক্ষ্যেই তাদের এই প্রয়াস ৷ “মাইক্রো ফাইন্যান্স” সংস্থাগুলিকে সঠিক পরিচালনা করা বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের আরেকটি অন্যতম সামাজিক উদ্যোগ। বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত আওয়ারনেস প্রোগ্রাম গুলোর প্রধান মোটো হলো সাধারণ মানুষকে সচেতন করা যাতে তারা সতর্ক থাকেন ও অত্যাধিক লোভের ফাঁদে পড়ে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন না হন ৷ এদিন প্রেস ক্লাবে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ শ্রীকুমার ব্যানার্জী, বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুমন সরকার ও বন্ধন ব্যাংকের আঞ্চলিক ম্যানেজার দীপাঞ্জন গুহ সহ সংস্থার অন্যান্য প্রতিনিধিরা।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )