
মহালয়ায় মানব সেবা
নিউজ ডেস্ক : আলিপুর সর্বজনীন ক্লাবের দূর্গাপূজো এবছর ৭৮ তম বর্ষে পদার্পন করল। এই ক্লাব দীর্ঘ সময় ধরে বিভিন্ন সামাজিক ও মানব কল্যাণমূলক কর্ম স্বাস্থ্য শিবির, রক্তদান উৎসব ,বিনামূল্যে মেডিসিন প্রদান ইত্যাদি বিবিধ কাজ করে চলেছে ৷

এর সাথে এই ক্লাবের প্রেসিডেন্ট দেবাশীষ দাসের উদ্যোগে এলাকার দু:স্থ বৃদ্ধ , বৃদ্ধা ও শারীরিক বিশেষভাবে সক্ষম ব্যক্তিত্বদের হাতে প্রতি মাসে দুবার করে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ৷ ১৪ ই অক্টোবর মহালয়ার পূর্ণ তিথিতে ক্লাবের পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে চাল, ডাল ,আলু, মসলা, তেল, ইত্যাদি নিত্য প্রয়োজনীয় রেশন সামগ্রী তুলে দেওয়া হল ক্লাব প্রাঙ্গণ থেকে ৷ এদিন উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট দেবাশীষ দাস, গঙ্গারাম সাউ , সুকদেব মারথা , শৈবাল গুহ , কৌশিক ভট্টাচার্য ,সঞ্জয় দাস , প্রেমাংশু শী , সুতাপা দাস, সহ অন্যান্যরা ৷


