
বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বাংলাপক্ষর শিক্ষক দিবস পালন
সন্দীপন মান্না : ২৬ শে সেপ্টেম্বর বাংলার শিক্ষারত্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে এই দিনটি শিক্ষক দিবস রূপে পালন করল বাংলা ভাষা ও বাঙালিয়ানা রক্ষার সংগঠন বাংলা পক্ষ |

উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলা বাংলাপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিশেষ অতিথি রুপে উপস্থিত বিদ্যাসাগরের পরিবারের সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অশোকগড় আদর্শ বিদ্যালয়ের বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে | এরপর স্কুলের প্রধান শিক্ষক শুভদীপ চৌধুরীকে শিক্ষক দিবস পালনে সম্মান জানায় বাংলাপক্ষ উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক পিন্টু রায় ও অন্যান্য সদস্যরা |


CATEGORIES শিক্ষা