বিদ্যাসাগরের জন্মদিনে বাঙালীর শিক্ষক দিবস পালন

বিদ্যাসাগরের জন্মদিনে বাঙালীর শিক্ষক দিবস পালন

নিউজ ডেস্ক : সামাজিক সংস্থা ‘ মিশন বিদ্যাসাগর ‘ যারা সমাজিক কর্মসূচী যথা অত্যন্ত গ্রামীন অঞ্চলে ছোট মেয়েদের বিবাহ রোধ করে তাদের শিক্ষা লাভে সহায়তা করা যাতে নারী শিক্ষার প্রসার ঘটে , বস্ত্র বিতরন, খাদ্য সামগ্রী বিতরন ইত্যাদি বিবিধ কাজ তারা প্রতি নিয়ত করে চলেছে সমাজিক উন্নতি সাধনে ৷

২৬ শে সেপ্টেম্বর এই সংস্থা ‘মিশন বিদ্যাসাগর’ এর পক্ষ থেকে আয়োজিত ও এই সংস্থার কর্ণধার অমিতাভ বন্দোপাধ্যায়ের তত্ত্বাবধানে কলকাতা প্রেসক্লাবে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ও বাঙালির’ শিক্ষক দিবস’ উদযাপিত হল প্রেসক্লাবে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে ও ২৬ জন দুঃস্থ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে ৷ এদিন বিশিষ্ট অতিথিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট , গীতিকার পরাশর বন্দোপাধ্যায় , কবি জয়দীপ চট্টোপাধ্যায় ৷ সমগ্র অনুষ্ঠানটির সফলতায় বিশেষ ভাবে সহযোগীতা করে দিশা ওয়েল ফেয়ার সোসাইটি , বিদ্যাসাগর বাংলা বিদ্যালয় সুরাট , একান্নবর্তী পরিবার , কলতান , ব্যারাকপুর ব্লাড জেনারস ফোরাম , ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুরনো কলকাতার গল্প সোসাইটি সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )