
বাগুইআটি নৃত্যাঙ্গনের সাংস্কৃতিক অনুষ্ঠান
সন্দীপন মান্না : ১৯ শে ডিসেম্বর কলকাতার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হল বাগুইআটি নৃত্যাঙ্গনের বার্ষিকি অনুষ্ঠান ৷ বাংলার সংস্কৃতির ধারক ও বাহক রূপে বাগুইআটি নৃত্যাঙ্গন সাংস্কৃতিক একাডেমী বহু দিন ধরেই সচেষ্ট হয়েছে ৷ তাদের ২৯ তম বর্ষের বাৎসরিক অনুষ্ঠানে প্রায় ১০০ এর বেশি ছাত্র ছাত্রীরা নাচ, গান , আবৃত্তি , শ্রুতিনাটক , ও নৃত্যনাট্য পরিবেশনে পালিত হল এই সাংস্কৃতিক সন্ধ্যা | এই অনুষ্ঠানের নৃত্য পরিচালনায় ছিলেন সংস্থার কর্ণধার নৃত্যশিল্পী জয়িতা বিশ্বাস ও অনুষ্ঠানটি পরিচালনা করেন অনুপল বিশ্বাস ৷ উক্ত অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী কহিনূর সেন বরাট , কবীর সেন বরাট , পলি গুহ সহ অন্যান্যরা ৷

CATEGORIES বিনোদন