
বড়বাজার তুলাপট্টিতে বিজয়া সম্মিলনী ও মহা প্রসাদ বিতরন
দেবশ্রী মুখার্জী : ৩১ শে অক্টোবর তুলাপট্টি সার্বজনীন দুর্গোৎসব মন্ডপে সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় , বিধায়ক বিবেক গুপ্তার নির্দেশে , ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলার মহেশ শর্মার বিশেষ উদ্যোগে ও তুলাপট্টি মহল্লা কমিটি, তুলাপট্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটি , কটন স্ট্রীট ইয়ং বয়েজ ক্লাবের আয়োজনে প্রায় ২ হাজারেরও বেশি মানুষকে লুচি , খিচুড়ি, আলুরদম , ক্ষীর ইত্যাদি মহা প্রসাদ বিতরন করা হল ৷

এর সাথে বড় বাজারের সত্য নারায়ন মার্কেট এরিয়ায় মহিলাদের সুরক্ষার জন্য মহিলাদের পাবলিক শৌচাগারের নির্মাণের সূচনায় করা হয় ৷ এদিন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোক্তা কাউন্সিলার মহেশ শর্মা ছাড়াও বিধায়ক বিবেক গুপ্তা , কাউন্সিলার রাজেশ সিন্হা , পৌরমাতা সূপর্ণা দত্ত , আনিলা খান , স্বপন বর্মন সহ অন্যান্যরা ৷


CATEGORIES সোস্যাল