বড়বাজার কোঠারী পার্কের গনেশ পূজো এবার ২৩ তম বর্ষে

বড়বাজার কোঠারী পার্কের গনেশ পূজো এবার ২৩ তম বর্ষে

নিউজ ডেস্ক : ১৫ই সেপ্টেম্বর গনেশ পূজো নিয়ে অনষ্ঠিত হল সাংবেদিক বৈঠক ৷বড় বাজার নিম্বু তলা কোঠারি পার্কে শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক ভক্ত মন্ডলী দ্বারা আয়োজিত প্রসিদ্ধ গনেশ পূজো এ বছর ২৩ তম বর্ষে পদার্পন করল ৷ ১৮ ই সেপ্টেম্বর থেকে ২১ শে সেপ্টেম্বর চার দিন ব্যাপী চলবে এই পূজো ৷

এবছর এদের চমক জয়পুরের মোতী ডুংগরী গনেশ মন্দিরের আদলে ঠাকুর সজ্জা ৷ উক্ত সংস্থার সদস্য দ্বারা আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক ভ্ক্ত মন্ডলীর সংস্থাপক জনারদন আগরওয়াল , চেয়ারম্যান সুশীল কোঠারী , সোক্রেটারী অমিত ডাবরিওয়াল , উপ সভাপতি চন্দ্র দমানি , সংগঠন মন্ত্রী মনোজ লুহারিওয়ালা , প্রাক্তন প্রেসিডেন্ট আশোক কুমার দ্বয়ারকানি ,কিষণ কালওয়ানি , রাজেন্দ্র কোঠারী , সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )