ফ্যাশন ফিয়েস্তা অনুষ্ঠিত হল কলকাতায়

ফ্যাশন ফিয়েস্তা অনুষ্ঠিত হল কলকাতায়

দেবশ্রী মুখার্জী : ২৭ শে সেপ্টেম্বর কলকাতার মোহিত মৈত্র মঞ্চে ফ্যাশন ডেজেলারস্ এর পক্ষ থেকে অয়ন দাস , সঞ্চয়িতা চৌধুরী , রিয়া মিশ্রা , সৌরভ মুখার্জী ও ইমরান হুসেন মল্লিকের বিশেষ প্রচেষ্টায় আয়োজিত হল ফ্যাশন ফিয়েস্তা বিউটি পেজেন্ট শো ৷

এই দিন শো এর গ্রান্ড ফিনালে তে কিডস , মিস্টার, মিস ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৪০ জন প্রতিযোগীরা অংশ নেয় ৷ জুরিতে উপস্থিত ছিলেন ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা , গ্রুমার ওয়েন্দ্রিলা দে সরকার, ফটোগ্রাফার কৌস্তব বন্দোপাধ্যায় , সাংবাদিক অমিত চক্রবর্ত্তী সহ অন্যান্যরা ৷ এদিন বিজেতাদের ক্রাউন , মোমন্টো ও ক্যাশ প্রাইজ দিয়ে সম্মান জানানো হয় ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )