
প্রান্তিক শিশু ও ক্যানসার আক্রান্তদের সাথে বড়দিনের আনন্দ ভাগ
দেবশ্রী মুখার্জী : ২৫ শে ডিসেম্বর বড়দিন পালিত হল ডঃ স্মরজিৎ জানা স্মৃতি ভবনে অলোক ফাউনডেশন ও দক্ষিণ হাওড়া মুক্ত ধারা স্বেচ্ছাসেবী সংক্ষার আয়োজনে কিছু প্রান্তিক মানুষের মুখে হাসি ফুঁটিয়ে ৷ এদিন অনুষ্ঠানে অলোক ফাউন্ডেশনের কর্নধার আইনজীবী দেবযানী ঘোষ , দক্ষিণ হাওড়া মুক্ত ধারা সংস্থার সদস্য জয়দীপ দের যৌথ উদ্যাগে ও প্রান্তিক জন গোষ্ঠীর সন্তানদের নিয়ে কাজ করা সংস্থা ‘ আমরা পদাতিক ‘ এর সভাপতি রতন দলুই , দুর্বার মহিলা সমন্বয়ের মেন্টর ভারতী দে সহ এই সংস্থার জনসংযোগ আধিকারী মহাশ্বেতা মুখার্জীর সহযোগীতায় ও উপস্থিতিতে প্রান্তিক শিশু ও ক্যানসার আক্রান্তদের সাথে ক্রিস্টমাসের আনন্দ ভাগ করে নেওয়া হল ৷ এদিন স্যান্টা সেজে ছোটদের কাছে উপস্থিত হন রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তনী ঘোষ | এছাড়াও অনুষ্ঠানে অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রফেসার গৌরী শঙ্কর সা , ডাঃ তানিয়া দাস সহ অন্যান্যরা ৷ এদিন আলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুদের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় ৷
