
প্রকাশিত হল ‘আলোক চিত্র’ ম্যাগাজিন
দেবশ্রী মুখার্জী : ২০ শে ডিসেম্বর কলকাতা প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হল কোয়াটারলি ম্যাগাজিন ‘ আলোক চিত্র’ | নর্থ সাবার বান ফটোগ্রাফারাস অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের প্রচেষ্টায় প্রকাশিত এই ম্যাগাজিন টিতে প্রতিভাশীল প্রবীন ফটোগ্রাফারদের সাথে নবাগতদেরও ছবি স্থান পেয়েছে ৷ এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারী তরুণ ব্যানার্জি, সভাপতি অসীম ঘোষ ,সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য ,শ্রী শ্রী মাতৃমন্দির ল্যান্ডস ডাউন এর অধ্যক্ষ স্বামী তন্ত্রদেবা নন্দ, নাট্যকার মুরারি মুখার্জি, সুদীপ বসু, গৌড় কর্মকার সহ অন্যান্যরা ৷

CATEGORIES বিনোদন