
পরিদর্শনকৃত মাদ্রাসাগুলির অনুমোদনের দাবিতে বৈঠক
দেবশ্রী মুখার্জী : ওয়েস্ট বেঙ্গল আন এডেড মাদ্রাসা টিচার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ৮ই ফেব্রুয়ারি কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংস্থা থেকে জানানো হয়, গত বছর অর্থাৎ ২০২৩ সালের ৩১ শে জুলাই ও একুশে আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় ৭০০ আন এডেড মাদ্রাসা অনুমোদন দেওয়ার কথা দুবার ঘোষণা করে জানান ঐ বছরই ২০২৩ এ অনুমোদন দেওয়া হবে | সেইমত ৩০ শে নভেম্বর ২০২৩ এ পুনরায় পরিদর্শনের জন্য নোটিফিকেশন জারি করা হয়, যার মেমো নাম্বার 2577 | যাতে ডি এম কে নির্দেশ পাঠানো হয় গত ১৫ ই ডিসেম্বর ২০২৩ এর মধ্যে সমস্ত মাদ্রাসার রিপোর্ট DME তে জমা করতে হবে | কিন্তু ২০১৪ সাল থেকে ২-৩ বার ইনস্পেকশন ও ২০২৩ এ নোটিফিকেশন অনুসারে যাদের রিপোর্ট ভালো আছে সেই সব মাদ্রাসা গুলি নতুন বছর ২০২৪ এসে গেলেও তারা অনুমোদন এখনো পায়নি |

বৈঠকে সংগঠন থেকে দাবী জানায় অবিলম্বে যেসব মাদ্রাসার ফাইল ডি এম ই তে জমা আছে সেগুলো দ্রুত কার্যকরী ব্যবস্থা করা হোক। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি মৌলানা মোহাম্মদ জারিফুল ইসলাম, সভাপতি মৌলানা শামসুর আরাফিন , রাজ্য যুব সম্পাদক মৌলানা রুকুব উদ্দিন লস্কর ,রাজ্য কার্য করে সদস্য মহাবুল আলাম , মোহাম্মদ সামিউল ইসলাম , মৌলানা শহীদুল ইসলাম সহ অন্যান্যরা
