
নিকশা ভিস্টা গালা 24
সন্দীপন মান্না : 20 শে এপ্রিল কলকাতার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হল নিকশার পক্ষ থেকে ‘ ‘ নিকশা ভিস্টা গালা 24 ‘ | ফ্যাশন ডিডিজাইনিং ,ইন্টিরিয়ার ডিজাইনিং , বুটিক ম্যানেজমেন্ট , টেক্সটাইল ডিজাইন , ইত্যাদি শেখানোর ইনস্টিটিউট ‘ নিকশার কর্নধার শমিষ্ঠা সিকদার দ্বারা আয়োজিত তাদের অ্যানুয়াল ফ্যাশন শোতে প্রতিষ্ঠানের ১১ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে |

এই ফ্যাশন শোতে শিক্ষার্থীরা ইন্দো – ওয়েস্টার্ন , ইন্ডিয়ান , এথনিক , সব ধরনের কালেকশন দেখায় যা অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের মন জয় করে | অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ , বরো চেয়ারম্যান তরুণ সাহা , টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ও গ্রুপের ডিরেক্টর ও সি ই ও প্রফেসর ডঃ সুজয় বিশ্বাস , অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি , রতন ঝাওয়ার ,সহ অন্যান্যরা | উক্ত অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ হয় বিশেষ অতিথি রূপে উপস্থিত প্রফেসর ডঃ সুজয় বিশ্বাসের গানের পারফরমেন্স যা দর্শকদের আনন্দ প্রদান করে |
