নানা খবারের সম্ভারে ‘সম্পূর্ণ’ ক্যাফে

নানা খবারের সম্ভারে ‘সম্পূর্ণ’ ক্যাফে

দীপক ঘোষ : সম্প্রতি কলকাতা আলিপুর চিড়িয়াখানার সংলগ্ন সম্পূর্ণ ক্যাফেতে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এই ক্যাফে তে অবিশ্বাস্য মূল্যে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয় আসন্ন পূজোর কথা ভেবে ৷ মোগলাই,চাইনিজ, বাঙালিয়ানা, ইটালিয়ান এবং কন্টিনেন্টাল সব ধরনের খাওয়ার পাওয়া যাবে এখানে ৷

এই জায়গা টি টিনেজার থেকে শুরু প্রাপ্ত বয়স্ক সকলেরই মন জয় করবে ৷ এখানে বিশেষভাবে মন আকর্ষণ করবে তৎকালীন কলকাতার একটা ছাপ যা একটু বয়স্ক মানুষের পুরনো কিছু কথা মনে করিয়ে দেবে।পুরনো দিনের কলেজস্ট্রিটের কফি হাউসের কথা কিন্তু এখানে এলেই মনে পড়বে।কলকাতার হিটকোর তত্ত্বাবধানে তৈরি এই ক্যাফেতে এখানে শুটিং , যে কোন অনুষ্ঠান বা যেকোনো জিনিস মার্কেটে এলে তা নিয়েও এখানে অনুষ্ঠানের আয়োজন করা যাবে ৷ এখানে রয়েছে পার্কিং এর সু ব্যবস্থা । এদিনের এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন হেডকো তৈরি সম্পূর্ণ ক্যাফের জেনারেল ম্যানেজার স্নেহাসিস সিনহা‌ ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )