নব বাংলা পরিষদের চিকিৎসক দিবস উদযাপন

সন্দীপন মান্না : বাঙালির মাটি বাঙালির অধিকার, বাঙালির পাশে বাঙালি থাক , বাংলা ভাষা বাচুক বাঙ্গালী বাচুক এই অঙ্গীকারে গড়ে ওঠা সংগঠন নব বাংলা পরিষদের পক্ষ থেকে বিধান নগরের পিপার টাউন রেস্টুরেন্টে উদযাপিত হলো ১ লা জুলাই ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন পালনে চিকিৎসক দিবস ও চার্টার্ড অ্যাকাউন্টেন্স ডে।এই দিন সংগঠন থেকে বাংলার বরেণ্য তিনজন চিকিৎসক ডঃ সুকুমার মুখার্জি , ডঃ পার্থ সারথি ব্যানার্জি ও ডাঃ ভাস্কর মনি চ্যাটার্জী কে সম্বর্ধনা প্রদানের সাথে এই সংগঠনের লাইফ টাইম সদস্যপদে সম্মানিত করা হয় |অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন আই এ এস দেবাশীষ সেন ,প্রাক্তন আই পি এস সুজয় চন্দ্র সহ অন্যান্যরা |

এই দিন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রবীণ ডাক্তাররা বক্তব্য রাখতে তাদের সময় চিকিৎসা ব্যবস্থার সাথে বর্তমান চিকিৎসা ব্যবস্থা যে পার্থক্য তৈরী হয়েছে তা স্পষ্ট করেন ও মেডিকেল ফিল্ডে বাঙালির সংখ্যা কমে যাওয়ারও দুঃখ প্রকাশ করেন | এর সাথে বাংলায় বাঙ্গালীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এমনটাই জানিয়ে বাঙালির পাশে থাকার বার্তা দিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও সাংবাদিক অনিন্দ্য চ্যাটার্জী | উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদিকা জিনিয়া রায়, যুগ্ম সম্পাদিকা সোনালী মিত্র ও ঐন্দ্রিলা ভট্টাচার্য , অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা ,ডঃ কুনাল সেনগুপ্ত সহ অন্যান্য সদস্যরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )