নতুন পোশাকের সম্ভারে ‘ল্যাটিন কোয়াটার্স’

নতুন পোশাকের সম্ভারে ‘ল্যাটিন কোয়াটার্স’

দীপক ঘোষ : আর কয়েকটা দিন বাকি দুর্গাপুজো আবার শরতের মেঘের পেজা তুলের মতো কাশফুল দেখা পাচ্ছি আমরা। মানুষের মনে কিন্তু একের পর এক নিত্য নতুন পোশাকের ছোঁয়া আনার প্রতিশ্রুতির দিয়েছে এই ল্যাটিন কোয়াটার্স নামে উন্নত মানের পোশাক দোকানটি সাউথ সিটি মলের তিনতলায় অবস্থিত নিত্যনতুন পোশাকে দোকান।বলাই বাহুল্য বেশ উন্নতমান এবং চাকচিক্য ধরনের এই পোশাক দোকান। দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে ল্যাটিন কোয়াটার্স নামই দোকানে পুজোর জন্য বেশ কিছু নতুন নতুন কালেকশনস তারা আয়োজন করেন।

এই দোকানে কিন্তু শুধুমাত্র মেয়েদেরই মেয়েদেরই জামা কাপড়, হাড়, কানের, বিভিন্ন ধরনের এক্সেসরিজ রয়েছে বলাই বাহুল্য সাথে কিন্তু তাদের হ্যান্ডপার্স বা হ্যান্ড ব্যাগ রয়েছে আর এই হ্যান্ড ব্যাগগুলো কিন্তু যথেষ্ট দেখতে সুন্দর পাশাপাশি কিন্তু বেশ ন্যায্য দামে পাওয়া যাচ্ছে। আজকে এই ল্যাটেন কোয়াটার্স নামে দোকানটিতে স্পেশাল গেস্ট ছিলেন টলিউড অভিনেত্রী গ্রামার কুইন মনামী ঘোষ, ল্যাটিন কোয়াটার্স ডিরেক্টর সৌরভ জেনগান,ব্যান্ড ম্যানেজার সোনিয়া গুপ্তা উপস্থিত ছিলেন।ল্যাটিন কোয়াটার্স দোকানে পুজোর ঠিক আগে নতুন চমক হিসেবে নিত্যনতুন প্রয়োজনীয় জামাকাপড় ও অর্নামেন্টের ন্যায্য মূল্যে পাওয়া যাবে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )