দোলের প্রাক্কালে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে

সন্দীপন মান্না : প্রতিনিয়ত ব্যস্ততায় ভরে উঠছে আমাদের দিন | আর সেই ব্যস্তময় দৈনন্দিন জীবনে আনন্দ এবং শান্তির সাম্য বজায় রাখতে আই কমিউনিকেশনস এর পক্ষ থেকে ২০ শে মার্চ সল্টলেকে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে |আই কমিউনিকেশনসের এডভাইজার সৌমজিৎ মহাপাত্রের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই প্রাক – দোল উদযাপনে বিশেষভাবে সক্ষম শিশুদের নাচের পারফরম্যান্স সকলের নজর কাড়ে |

এরপর অন্যান্য শিল্পীদের নাচ ,গান , আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠানের সাথে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিষ্ঠিত ও যারা সমাজের জন্য প্রতিনিয়ত কাজ করছেন সেই সব ব্যক্তিত্বদের সম্মান প্রদান করা হয় | উক্ত অনুষ্ঠানের সফলতায় আলাদা মাত্রা এনে দেয় টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও , ডায়রেক্টর প্রফেসর ডঃ সুজয় বিশ্বাসের গানের অনুষ্ঠান যা দর্শকদের মন জয় করে |

এই দিন অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আই এ এস দেবাশীষ সেন , ড: অর্ণব গুপ্ত , টেকনো ইন্ডিয়া গ্রুপের কো- চেয়ারপার্সন মানসী রায়চৌধুরী , প্রফেসের ড: সত্যজিৎ চক্রবর্ত্তী , কৃষাণ কুমার কেজরিওয়াল সহ অন্যান্যরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )