
দি পার্ক ইনস্টিটিউশনের শতবর্ষে পদার্পন
সন্দীপন মান্না : উত্তর কলকাতার দি পার্ক ইনস্টিটিউট স্কুলের শতবর্ষ পূর্ণ হতে চলেছে | এই বিদ্যালয়ে থেকে বর্তমান সমাজে তা খেলাধুলা হোক বা অভিনয় বা রাজনীতি বিবিধ ক্ষেত্রে বহু প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা এই স্কুলে শিক্ষা গ্রহন করেছেন | তাদের মধ্যে উল্লেখযোগ্য মন্ত্রী সুজিত বসু , অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় , শ্যামল রায় চৌধুরী , সংগীতে গৌতম মিত্র এছাড়াও প্রণব নন্দী , অরূপ ভট্টাচার্য , শৈবাল রায় চৌধুরী সহ অন্যান্যরা | ২৪ শে নভেম্বর স্কুল প্রাঙ্গনে আয়োজিত দি পার্ক ইনস্টিটিউশন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলোচনা সভা ও বিজয় সম্মেলনী অনুষ্ঠান পালিত হল |

উক্ত অনুষ্ঠানে সংস্থা থেকে জানানো হয় আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল স্কুলের একশতম বর্ষ উদযাপনে সারা বছর বিভিন্ন কর্মসূচি যথা – বৃক্ষরোপণ , রক্তদান উৎসব , মেন্টাল হেলথ ক্যাম্প ,বসন্ত উৎসব ইত্যাদির মধ্য দিয়ে উদযাপিত হবে স্কুলের শতবর্ষ | এর সাথে এদিন সংস্থার পক্ষ থেকে স্কুলের বর্তমান মেধাবী দুস্থ ছাত্রদের আর্থিক সহায়তাও করা হয়। উক্ত অনুষ্ঠানে এইদিন উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক প্রভাত কুমার লাহা , প্রেসিডেন্ট সরোজ দাস , ভাইস প্রেসিডেন্ট দীপক মুখার্জি , ভোলানাথ ঘোষ , স্কুলের বর্তমান হেডস্যার ডঃ সুপ্রিয় পাঁজা , সংস্থার কার্যকরী সেক্রেটারী অরুণ কুমার রায় সহ অন্যান্যরা |

