
‘ দাভা ইন্ডিয়া ‘ এবার এক ধাপ এগিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে সোচ্চার
দেবশ্রী মুখার্জী : জোটা হেলথ কেয়ার লিমিটেড গ্রুপের CEO ডঃ সুজিত পালের তত্ত্বাবধানে দাভা ইন্ডিয়া যার সদর দপ্তর গুজরাটে হলেও ইতিমধ্যে ন্যায্য মূল্যের উচ্চমানের জেনেরিক ওষুধের জন্য সারা ভারত বর্ষ জুড়ে ১২০০ এর বেশি লোকেশনে তারা সাধারন মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে |

৫ই ডিসেম্বর কলকাতা প্রেসক্লাবে তাদের সংস্থা আরো একধাপ এগিয়ে ডঃ সুজিত পালের উপস্থিতিতে ও প্রচেষ্টায় ‘ডোমেস্টিক ভায়োলেন্স ‘ এর মতো সামাজিক ব্যাধি বৃহত্তর পরিসরে মেটাতে এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিল | যেখানে গৃহবধূ হোক বা পুরুষ অথবা শিশু কেউ যদি ডোমেস্টিক ভায়লেন্সের শিকার হয় সেখানে তাদের পাশে থাকবে এই সংস্থা | এর সাথে বিশেষভাবে নারীদের ক্ষেত্রে ডোমেস্টিক ভায়লেন্স থেকে বাঁচতে আত্মনির্ভরতা ও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার কথাও বললেন এই দিন বৈঠকে থেকে জোটা হেলথ কেয়ার লিমিটেড গ্রুপের CEO ডঃ সুজিত পাল |

