তসম পূজো কার্নিভাল উইথ এক্সিলেন্সি অ্যাওয়ার্ড 2023

তসম পূজো কার্নিভাল উইথ এক্সিলেন্সি অ্যাওয়ার্ড 2023

দেবশ্রী মুখার্জী : বাংলার সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজো ৷ সেই পূজোকে কেন্দ্র করে মেতে উঠেছে গোটা রাজ্য ৷ ৩০ শে সেপ্টেম্বর কলকাতার প্রিন্সটন ক্লাবে অনুষ্ঠিত হল তসম ও ব্ল্যাক থান্ডারের আয়োজনে ‘তসম পূজো কার্নিভাল উইথ এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2023 ‘|

পূজো কারনিভালে পুরুষদের পাঞ্জাবী ও মেয়েদের বিভিন্ন শাড়ি কালেকশনে সারা জাগানো তসম ব্রান্ড এবার পূজোতে পঞ্চমী থেকে দশমী কি ধরনের ডিজাইনার আউট ফিটে আপনি হয় উঠবেন ভিড়ের মধ্যে আলাদা! তারই নিদর্শনে মডেলদের সাথে শো স্টপার অভিনেতা ভাস্বর চ্যাটার্জী ও পাপিয়া রাও র‍্যাম্প ওয়াক করলেন ৷

উইনার ট্রাক পেরিওয়ারের কর্ণধার সুরিয়া সিন্হা ও পাপিয়া রাওয়ের বিশেষ সহযোগীতায় ও তসমের কর্ণধার ডিজাইনার প্রমিত মুখার্জী ও ব্ল্যাক থান্ডারের কর্নধার অভিনেত্রী ইন্দ্রাণী ঘোষ আয়োজিত অনুষ্ঠানে এদিন এক্সিলেন্সি অ্যাওয়ার্ড2023 এ সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হয় মঞ্চ থেকে ৷ যারা সম্মানিত হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য পরিচালক বিরেশ চট্টোপাধ্যায় , ফুটবলার সুব্রত ভট্টাচার্য্য , অভিনেতা বিপ্লব চ্যাটার্জী , অভিনেত্রী অনামিকা সাহা , অভিনেত্রী পাপিয়া অধিকারী , অভিনেতা ভাস্বর চ্যাটার্জী , তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ সহ অন্যান্যরা ৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন শো এর মডেলদের গ্রুমার ও অভিনেত্রী সুচরিতা মুখার্জী |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )