
ড. জি বিশ্বনাথন ডক্টর অফ লিটারেচার (Honoris Causa) সম্মানে ভূষিত হলেন
ড. জি বিশ্বনাথন ডক্টর অফ লিটারেচার (Honoris Causa) সম্মানে ভূষিত হলেন
সন্দীপন মান্না : লকাতা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫: কলকাতার স্বনামধন্য সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে এক গৌরবময় মুহূর্তে, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি (VIT)-এর প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর ড. জি. বিশ্বনাথনকে ডক্টর অফ লিটারেচার (D.Litt., Honoris Causa) সম্মানে ভূষিত করা হল। শিক্ষা, নেতৃত্ব, জনসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেভ. ড. জন ফেলিক্স রাজ, এস.জে. এই সম্মান প্রদান করেন।বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় চ্যান্সেলর রেভ. ড. জেমস আরজেন টেটে, এস.জে। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, অতিথি, ছাত্রছাত্রী এবং মাননীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবর্তন ভাষণ প্রদান করেন মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি আই. পি. মুখার্জি।প্রখ্যাত শিক্ষাবিদ ও দূরদর্শী নেতা ড. বিশ্বনাথন ভারতের উচ্চশিক্ষার রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই স্বীকৃতি ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে প্রথম সম্মাননা প্রদান। এর আগে, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি এবং ২০২৪ সালে নিউ ইয়র্কের স্টেট ইউনিভার্সিটি, বিংহ্যামটন ইউনিভার্সিটি তাঁকে সাম্মানিক ডক্টরেট প্রদান করেছিল।সম্মান গ্রহণ করে ড. বিশ্বনাথন কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উচ্চশিক্ষার গুণগত মান ও গবেষণার গুরুত্বের কথা উল্লেখ করেন। তিনি একবিংশ শতাব্দীর শিক্ষার উৎকর্ষতা ও সামাজিক উন্নয়নের জন্য তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
