
গ্রামীন শিল্পের বিকাশে এবারে ভবানী পুরের বেনী নন্দন স্ট্রীটের পূজো
দেবশ্রী মুখার্জী : ভবানী পুরের বেনী নন্দন স্ট্রীটের দূর্গা পূজো এবছর ৮৪ তম বর্ষে পদার্পন করল ৷ তাদের এবারের থিম’ হারানো স্মৃতি’ ৷

গ্রামীণ শিল্পকে তুলে ধরতে তাদের এবারের ভাবনা ‘ হারানো স্মৃতি ‘ ৷ বর্তমান যুগে কর্মব্যস্ত জীবনে আগেকার সময়ের মত কুলো , ঝুড়ি মাদুর ইত্যাদি দৈনন্দিন জীবনে সেরকম ভাবে আর ব্যবহৃত হয় না ৷ তাই প্লাস্টিক তৈরী দ্রব্যের ব্যবহার কমে যাতে জুট , পাট , বেত ইত্যাদি তৈরী দ্রব্যের ব্যবহার বৃদ্ধি পায় ও তার সাথে গ্রামীণ শিল্পের প্রসার ঘটে সেই দৃষ্টিকোণ থেকেই তাদের এবারের পূজো হারানো স্মৃতি ৷

এই পূজোর ভাবনায় পূজো কমিটির চেয়ার ম্যান বিধায়ক মদন মিত্র , প্রেসিডেন্ট বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাবুন ব্যানার্জি ও সেক্রেটারী ভিকি সাউ ৷ মন্ডপ সজ্জায় রয়েছেন প্রসেনজিৎ ঘোষ , আলোয় সঞ্জীব ব্যানার্জী |


CATEGORIES সোস্যাল