
গরিশপার্ক ত্রিবেনী সংঘের জগদ্ধাত্রী পূজোর উদ্বোধন
দেবশ্রী মুখার্জী : বাংলায় ১২ মাসে তেরো পার্বন ৷ দূর্গাপূজো , কালী পূজো শেষ হতেই এবার জগদ্ধাত্রী মায়ের আরাধনায় মেতেছে রাজ্য | কলকাতার গিরিশপার্কের ত্রিবেনী সংঘের সার্বজনীন জগদ্ধাত্রী পূজো এবছর ৫৫ তম বর্ষে পদার্পন করল ৷ ২০ শে নভেম্বর মহা আড়ম্বরে হল এই পূজোর শুভ উদ্বোধনী সমারোহ |

পূজো উদ্বোধন করলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পুজো কমিটির চেয়ারম্যান বাবুন ব্যানার্জি,এছাড়াও উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি কাউন্সিলর রাজেশ সিনহা ,কমিটির সম্পাদক পিনটু লাল,এম এম আই সি তারক সিং, স্বপন বর্মন, ডঃ শ্যামল ঘোষ ,অসীম বর্মন সহ অন্যান্যরা ৷ পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ থেকে এলাকার দুঃস্থ মানুষদের হাতে শীতবস্তু তুলে দেওয়া হল অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বদের হাত দিয়ে ৷


CATEGORIES সোস্যাল