কলকাতা বইমেলায় প্রকাশিত হল কাব্যগ্রন্থ ‘ আনহার্ড মেলোডিস’

সন্দীপন মান্না : সল্টলেকের সেন্ট্রাল পার্ক প্রাঙ্গনে চলছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা | ২রা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন বইমেলা প্রাঙ্গনে এস্কেলার পাবলিশার্স এর প্রকাশনায় তাদেরই বুক স্টলে প্রকাশিত হলো বৈষ্ণনা বিশ্বাসের প্রথম একক কাব্যগ্রন্থ ‘আনহার্ড মেলোডিস’ | লেখিকার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, সমাজ দর্শন ও নিজস্ব জীবনের প্রতিফলন থেকে রচিত মোট ৫০ টি কবিতার সংকলনে প্রকাশিত হল এই কাব্যগ্রন্থ |

এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে লেখিকা বৈষ্ণনা বিশ্বাস ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চান্সেলর সমীরণ চট্টোপাধ্যায় , টেকনো ইন্ডিয়া গ্রুপ ও ইউনিভার্সিটির ডিরেক্টর ও সি ই ও প্রফেসর ডঃ সুজয় বিশ্বাস , অ্যাসোসিয়েট প্রফেসর সেঞ্জিভিয়ার্স কলেজ প্রফেসর ডঃ চন্দ্রানী বিশ্বাস , অ্যাসোসিয়েট প্রফেসর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজ প্রফেসর সাত্যকি পাল, এক্সেলার বুকসের কর্ণধার সুদীপ্ত ঘোষ ও অঞ্জিতা গাঙ্গুলী সহ অন্যান্যরা | লেখিকা জানান , কলকাতা বই মেলায় তার এই বই প্রকাশ তাকে উৎসাহিত করবে আগামী দিনে আরো ভালো লেখার |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )