
কলকাতা প্রেসক্লাবে লঞ্চ হল চারটি ভাষার নিউজ পেপার
নিউজ ডেস্ক : ১২ ই সেপ্টেম্বর কলকাতা প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে চারটি ভাষার খবরের কাজজ একত্রে লঞ্চ হল ৷ উর্দু পেপার নিউজ লাইন কলকাতা যার কর্নধার সরফরাজ আহমেদ , বাংলা পেপার সংবাদ যোদ্ধা – যার কর্নধার মুস্তাফিজ হাসমি ,

হিন্দি পেপার আওয়াজ আপ তক এর কর্ণধার মহম্মদ জাহির ও ইংরাজী পেপার নিউজ কুইক যার কর্ণধার রাজা হাসমির একত্রিত প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন MLA ফিরদৌসি বেগম , বৌদ্ধিস্ট অরুণজ্যোতি ভিক্ষুক , ফাদার সঞ্জীব , পীরজাদা মওলানা হাসানুজামান , মুসতাফিস হাসমি, একতা ফাউন্ডেশনের কর্নধার সাবির আলি সহ অন্যান্যরা ৷ অনুষ্ঠানে উপস্থিত সদ্য লঞ্চ হওয়া সংবাদ মাধ্যমের কর্তৃপক্ষরা জানান ,সমাজের বিভিন্ন দিকের সত্য খবর তুলে ধরাই তাদের উদ্দেশ্য ৷

CATEGORIES সোস্যাল
TAGS news