ঐহিক আয়োজিত নাট্য প্রশিক্ষণ

ঐহিক আয়োজিত নাট্য প্রশিক্ষণ

পিনাকী চৌধুরী : দক্ষিণ কলকাতার একটি খ্যাতনামা নাট্যগোষ্ঠী হল ঐহিক। আর সংস্থার তরফে অরিন্দম রায় এবং স্বাতী রায়ের নিরলস প্রচেষ্টায় এখন ঐহিক নাট্যগোষ্ঠীর নাম মুখে মুখে ফেরে । সত্যিই তো , নাটক হল সমাজের দর্পণ। আর ঐহিক নাট্যগোষ্ঠী আগামী ২- ৫ অক্টোবর তপন থিয়েটারের তৃতীয় তলে বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত একটি অভিনব নাট্য প্রশিক্ষণের আয়োজন করেছে।

স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার বিভিন্ন বয়সের মানুষদের নাটকের অ-আ-ক-খ শেখাবেন। মূলত নাটকের ক্রমবিবর্তন, নাটকের ভাষা, নাটকে সঙ্গীতের ব্যবহার, মুখজ অভিনয় ইত্যাদি বিভিন্ন বিষয় থাকবে । ক্যাচলাইনটিও বেশ চিত্তাকর্ষক ! ‘ গৌতম হালদারের সঙ্গে ছন্দে গীতিতে , শরীরে মনে , নাট্য ভাষাতে অভিনয় শেখা !’ বাস্তবে নাটকের একটি বিশেষ ভাষা রয়েছে। ইতিমধ্যেই বেশ সাড়া পড়ে গেছে । প্রবেশমূল্য ধার্য করা হয়েছে ১২০০ টাকা জনপ্রতি।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )