
উদ্বোধন হয়ে গেলো ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সলমন – অনিল – সোনাক্ষীকে দেখতে ইনডোর স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ
সন্তু ছ্যাটার্জী : কথায় বলে কলকাতা বিনোদনের শহর। আর এই কলকাতায় প্রতি বছর অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসব। এই উৎসব শুরু হয়েছিলো ১৯৯৫ সাল থেকে।
আজ ৫ ই ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার উদ্বোধন হতে গেলো বহু প্রতীক্ষিত সেই সিনেমার উৎসব….২৯ তম কলকাতা আ্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ বিকেল চারটের সময় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো এই উৎসবের। উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন বলিউড এর ভাইজান অভিনেতা ও নায়ক সলমন খান, ছিলেন অভিনেতা অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, পরিচালক মহেশ ভাট, প্রাক্তন ক্রিকেটার ও বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গাঙ্গুলি এবং পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছিলেন
মঞ্চে আই এ এস ড: হরেকৃষ্ণ দ্বিভেদী, আই এ এস শান্তনু বসু,অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিক, পরান বন্ধপাধ্যায়, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, অঞ্জন দত্ত, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ, সন্দীপ রায়, অস্ট্রেলিয়ার ফিল্ম মেকার ব্রুস বেরেসফোর্ড।
মঞ্চে সকল অতিথিদের হাতে উত্তরীয় ও স্বারক তুলে দিলেন অভিনেতা দেব,সোহম, প্রসেনজিৎ থেকে অভিনেত্রী কোয়েল মল্লিক,মিমি, নুসরথ, শ্রাবন্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার উদ্বোধনী মঞ্চে থালি গার্ল ছিলেন টলিউড এর নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠান টি সুন্দর ভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ও মন্ত্রী ববি হাকিম এবং মন্ত্রী ইন্দ্রনীল সেন। দর্শক আসনে ছোটো ও বড় পর্দার বহু অভিনেতা অভিনেত্রী উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন চূর্ণী গাঙ্গুলি ও জুন মালিয়া। এই উৎসবে উদ্বোধনের শুরুতে “বাংলার মাটি বাংলার জল” সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর, অদিতি মুন্সী, ইন্দ্রনীল সেন ও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৃত্য পরিবেশন করেন ডোনা গাঙ্গুলি ও তার দীক্ষা মঞ্জরী গ্রুপ। উদ্বোধনী ভাষণে অভিনেতা অনিল কাপুর বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি র কথা উল্লেখ করেন। সলমন খান বলেন রানি মুখোপাধ্যায়, বিপাশা বসু, শর্মিলা ঠাকুর, রাখি গুলজার, তনুজা এমনকি জয়া ভাদুড়ী সবাই এই বাংলার মেয়ে। তারা আজ বোম্বে তে জনপ্রিয় হলেও তারা কলকাতার গর্ব। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সব সময় চেষ্টা করি টলিউড – বলিউড – হলিউড কে একসাথে মঞ্চে হাজির করতে। আমরাই সবথেকে সেরা চলচ্চিত্র কে রয়েল বেঙ্গল টাইগার ট্রফি ও সব থেকে বেশি টাকা পুরস্কার দিয়ে আসছি। যেটা অন্য কোনো দেশ দেয় না । আগামী বছর ৩০ তম চলচ্চিত্র উৎসব। আরো বড় করে এই উৎসব করবো। মমতা বন্দোপাধ্যায় তার ভাষণের শেষে তার একটি পেইন্টিং সলমন খানের হাতে তুলে দেন। এরপর জাতীয় সঙ্গীত দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।এইদিন সন্ধ্যা ৬ টায় দেখানো হয় এই উৎসবের প্রথম উদ্বোধনী ছবি”দেয়া নেয়া “। ১৯৬৩ সালে পরিচালক সুনীল বন্দোপাধ্যায় এই ছবিটা বানিয়ে ছিলেন।
এই মুহূর্তে নন্দন, রবীন্দ্র সদনে, শিশির মঞ্চ, এক তারা মঞ্চ, গগনেন্দ্র প্রদর্শনী শালা এমন কি নন্দন – রবীন্দ্র সদন চত্বর সেজে উঠেছে নতুন সাজে, আলোর রোশনাই তে । সারা কলকাতা ও সেজে উঠেছে চলচ্চিত্রের আঙ্গিকে। ফেস্টুন, ব্যানার, উৎসব এর তোরণে শহরের রাস্তা সাজ সাজ রব। টিভিতে চলছে উৎসবের বিজ্ঞাপন।এবার বিখ্যাত প্রয়াত পরিচালক মৃণাল সেন এর শত বর্ষ উপলক্ষে দেখানো হবে ৬ ই ডিসেম্বর বুধবার নন্দন ১ এ আকালের সন্ধানে। ৭ ই ডিসেম্বর বৃহস্পতিবার দেখানো হবে চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে দেখানো হবে ইন্টারভিউ, সঞ্জয় ভট্টাচার্য্য পরিচালিত সাক্ষাৎকার ভিত্তিক ছবি উইথ মৃণাল সেন।৮ ই ডিসেম্বর শুক্রবার রবীন্দ্র সদনে সকাল ১১ টায় দেখানো হবে ভুবন সোম, ১১ ই ডিসেম্বর স্টার থিয়েটার হলে দেখানো হবে খারিজ, ১২ ই ডিসেম্বর চলচ্চিত্র শত বার্ষিকী ভবনে দেখানো হবে কলকাতা ৭১, স্টার থিয়েটার হলে দেখানো হবে ওকা উরি কথা। অঞ্জন দত্ত র পরিচালনায় এই সিনেমা প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ” চালচিত্র এখন “। এছাড়া নন্দনে মৃণাল সেনের কর্ম জীবন নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আরো একটি বিশেষ আকর্ষণ থাকছে , তিনি হলেন শতবর্ষে দেব আনন্দ।
এবারের উৎসবে দেখানো হবে তার অভিনীত ৭ টি ছবি। প্রদর্শিত হবে জুয়েল থিফ, বাজী,সি আই ডি, জিৎ, গাইড, সাজা, জনি মেরা নাম। গগণেন্দ্র প্রদর্শনী শালায় দেব আনন্দ কে নিয়ে একটা বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে ” এভারগ্রীন দেব আনন্দ ” । ” বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ ” এবারের এই ক্যাপশন নিয়ে মেতে এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

কথায় বলে কলকাতা সংস্কৃতি র শহর। আর এই শহরেই সাতদিন ধরে পালিত হবে বিশ্ব চলচ্চিত্র এর এই মহা উৎসব। রাজ্য সরকারের এর এই আয়োজনে ২৩ টি প্রেক্ষাগৃহ তে ২৯ তম এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মেতে উঠবে চলচ্চিত্রপ্রেমীদের নিয়ে এই কথা হলফ করে বলতে পারি। আগামী ৯ ডিসেম্বর শনিবার শিশির মঞ্চে সন্ধ্যা ৬ টায় সত্যজিৎ রায় স্বারকবক্তিতা দেবেন মিউজিয়াম অফ মডার্ন আর্ট এর প্রবীণ কিউরেটর লরেন্স কাডিশ। সেই সঙ্গে গগণেন্দ্র প্রদর্শনী শালায় দেব আনন্দ এবং মৃণাল সেনের জন্ম শতবর্ষে কে কেন্দ্র করে তাদের নিয়ে নানা ধরনের নানা মুহূর্তের ছবি দর্শকদের দারুন মনোরঞ্জন করবে এই আশা করা যায়।