আসছে নতুন বাংলা ছবি ‘মিস্টার হিরো ‘
সন্দীপন মান্না : 2 রা মার্চ কলকাতা প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হল নতুন বাংলা ছবি ‘মিস্টার হিরো ‘ এর টিজার ও মিউজিক | J.R ফিল্মস নিবেদিত , রাখী দের প্রযোজনায় , জয়ন্ত দে ও প্রদীপ বিশ্বাসের পরিচালনায় শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে সামাজিক কাহিনী যেখানে মানুষের জীবনে স্ট্রাগেল ,প্রেম , বিরহ সব কিছু নিয়েই তৈরি হওয়া ছায়াছবি ‘মিস্টার হিরো ‘ | এই ছবিতে রয়েছে মোট সাতটি গান | যার সুরকার ও গীতিকার জয়ন্ত দে | ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রুদ্র , প্রার্থনা , অনুশ্রী সহ অন্যান্য কলাকুশলীরা | এদিন প্রেসক্লাবে ছবির ট্রিজার ও মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়ার CEO ও অভিনেতা সুজয় বিশ্বাস , ছবির প্রযোজক রাখি দে , পরিচালক প্রদীপ বিশ্বাস , সুরকার জয়ন্ত দে , অভিনেতা রুদ্র , অনুশ্রী , প্রার্থনা সহ অন্যান্যরা | এদিন সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সুজয় বিশ্বাস |

