
আসছে অন লাইন ট্যালেন্ট হান্ট শো ‘ভারত কা মেঘা স্টার ‘
আসছে অন লাইন ট্যালেন্ট হান্ট শো ‘ ভারত কা মেঘা স্টার ‘
নিউজ ডেক্স : ১লা সেপ্টেম্বর পি থ্রি ও ফেমিংগোস্টেক দ্বারা আয়োজিত অনলাইন ট্যালেন্ট হান্ট শো ভারত কা মেঘা স্টার লঞ্চ হল কলকাতা প্রেস ক্লাবে |এই শোতে প্রতিযোগিরা ৯৯/- টাকায় নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারবে ভারত কা মেঘা স্টার এর ওয়েবসাইটে ৷ (bharatkamegastar.com ) এরপর এদের বিভিন্ন বিভাগ যেমন নাচ ,গান, স্ট্যান্ড আপ কমিডি, অ্যাক্টিং ইত্যাদি ক্ষেত্রে প্রতিযোগীরা নিজেদের তৈরি ভিডিও পাঠাতে পারবে ভিডিও আপলোডের পর দর্শক ও বিচারকদের বিচারে যারা শ্রেষ্ঠ হবে পরবর্তীকালে তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবে ৷ ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা হবে অফলাইনে এবং বিজেতাদের ক্যাশ প্রাইজ দেওয়া হবে ৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পি থ্রি এর কর্ণধার শুভাশিষ ব্যানার্জি , ফ্লেমিংগোসটেকের কর্নধার শুভাশিস দে, ডঃ কৃষ্ণেন্দু চ্যাটার্জী ,তাপসী ঘোষ , তমজিৎ সেন , বিপ্লানু মৈত্র সহ অন্যান্য রা ৷