
আন্তর্জাতিক স্তরে ভারত সাংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে
নিউজ ডেস্কঃ ভারতীয় সংস্কৃতির আন্তর্জাতিক স্তরে প্রচার ও প্রসারে অগ্রসর ভারত সংস্কৃতি উৎসব | এবছর ১৭ তম বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিবারের মতো দেশ ও বিদেশ থেকে বহু প্রতিযোগী অংশগ্রহণ করতে চলেছে | ভারতের ১৬থেকে ১৭ টি রাজ্য ও বিদেশ থেকে প্রায় ৭ থেকে ৮ টি দেশের প্রতিযোগিরা এবারে অংশগ্রহণ করবে। এর সাথে এবারের বিশেষ চমক থাকবে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সমারোহ যা অনুষ্ঠিত হবে ২৬ শে ডিসেম্বর থেকে ২৯ শে ডিসেম্বর প্রত্যহ রাত ৮টা থেকে যেখানে পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশি ,পদ্মভূষণ পন্ডিত বিশ্বমোহন ভাটের মোহন বীনা , পদ্মশ্রী শহীদ পারভেজের সিতারের সাথে অন্যান্য বহু বিখ্যাত শিল্পীরা অনুষ্ঠান করবেন | এক কথায় শাস্ত্রীয় সংগীতের চাঁদের হাট বসতে চলেছে শীতের কলকাতায় | আগামী ১৮ ই ডিসেম্বর থেকে ২২ শে ডিসেম্বর পূর্ব বর্ধমানের টাউন হল ,ময়দান ও অডিটোরিয়ামে চলবে এই প্রতিযোগিতা এর সাথে আগামী ২৫শে ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত বেহালার ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড, হল ও বেহালার শরৎ সদনে চলবে এই ভারত সাংস্কৃতি উৎসব | এমনটাই জানিয়ে ৬ ই নভেম্বর প্রেসক্লাবে সভা করলেন ভারত সংস্কৃতি উৎসবের আয়োজক কমিটির সভাপতি MLA দেবাশীষ কুমার , সম্পাদক পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার , আহ্বায়ক দীপক সরকার সহ নৃত্য গুরু অমিতা দত্ত , ডঃ অর্কদেব ভট্টাচার্য , গুরু ডঃ পুষ্পিতা মুখার্জি, গুরু পৌষালি মুখার্জী , মল্লার ঘোষ ও অন্যান্যরা |

