আনন্দ উৎসব 2024

আনন্দ উৎসব 2024

সন্দীপন মান্না : কবি কাজী নজরুল ইসলামের ভাতস পুত্রের কন্যা ও দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন কবিতীর্থ চুরুলিয়ার কর্ণধার ও সম্পাদক সোনালী কাজীর তত্ত্বাবধানে কলকাতার নলিনী গুহ সভাগৃহে ২৫ শে নভেম্বর অনুষ্ঠিত হল আনন্দ উৎসব 2024 |এই সংস্কৃতিক সন্ধ্যায় বহু শিল্পীরা নাচে ,গানে ও আবৃতিতে অংশগ্রহণ করেন। এই সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বহু সামাজিক কর্মসূচি পালন করে থাকে সারা বছর |

এর সাথে শান্তিনিকেতন যেমন কবিগুরুর স্থান তেমনি চুরুলিয়াকে নজরুল নিকেতন রূপে গড়ে তোলার লক্ষ্যেও তারা অগ্রসর | এই দিন সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন কবি বরুণ চক্রবর্তী , কবি হেনা হক , লেখক দেবব্রত দেব রায় সহ অন্যান্যরা | এই সংস্থার উদ্দেশ্য হল কাজী নজরুল ইসলামের সাহিত্য জগতে যে অবদান তার দেশ-বিদেশে প্রসার ঘটানো | সংস্থা আগামী দিনের পথ চলার পথে বিশেষভাবে সহযোগিতায় রয়েছেন ডঃ কাজী ও সংস্থার সহ সম্পাদক কল্লোল কাজী সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )