
আজমীর জয়ন্তী দিবস পালন
নিউজ ডেস্ক : ২৮ শে অক্টোবর ‘আজমীর জয়ন্তী সম্মান দিবস ‘ পালিত হল শ্রী মেদ ক্ষত্রিয় সভার উদ্যোগে ও কলকাতা সোনকর একতা সঙ্ঘের সহযোগীতায় কলকাতার বড় বাজারে মেদ ক্ষত্রিয় ভবনে ৷ এই অনুষ্ঠানে আজমীর জয়ন্তী দিবস পালনে প্রায় ১০০ জন প্রবীন নাগরিকদের সম্মান জানানো হয় ৷


যারা এই দিন সম্মানিত হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সম্পদ নারায়ন রোড্ডা , ঠাকুর জী মৌসুন সহ অন্যান্যরা ৷ অনুষ্ঠানটির সফলতায় যারা বিশেষ ভাবে অংশ নেয় তাদের মধ্যে শ্রী মেদ ক্ষত্রিয় সভার প্রেসিডেন্ট শঙ্কর লাল সনখত , সেক্রেটারী জগদীশ প্রসাদ সুগন্ধ , ভাইস প্রেসিডেন্ট প্রহল্লাদ কুলথিয়া , কনভেনর রাজেশ কুমার ভামা ও ভাস্কর সোনালিয়া ৷ এছাড়াও কলকাতা সোনকার একতা সঙ্ঘের প্রেসিডেন্ট হুকুম চন্দ করেল , সেক্রেটারী দেবেন্দ্র মৌসুন , ট্রেজারার সুনীল ভামা , রূপ চন্দ করেল , মনোজ সোনালিয়া সহ অন্যান্যরা ৷


CATEGORIES সোস্যাল